আমারে কি রাখবেন গুরু চরণদাসী।

amare ki rakhben guru chorondashi, itorpona karjo amar ghote ohornishi, etorpona karjo, আ, ই

 

 

আমারে কি রাখবেন গুরু চরণদাসী।

ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।।


জঠর যন্ত্রণা পেয়ে

এসেছিলাম করার দিয়ে।

সে সকল গিয়াছি ভুলে ভবে তে আসি।।


চিনলাম না সে গুরু কি ধন

করলাম না তার সেবা সাধন।

ঘুরতে বুঝি হলো রে মন আবার চুরাশি।।

 

গুরুরূপ যার বাঁধা হৃদয়

শমন বলে তার কিসের ভয়।

লালন বলে মন তুই আমায় করিলি দোষী।।

 


নবনীতা চৌধুরীঃ চন্দনা মজুমদারঃ


comments powered by Disqus