গোষ্ঠে আর যাবোনা

গোষ্ঠে আর যাবোনা

 

বলাই দাদার দয়া নাই প্রাণে

গোষ্ঠে আর যাবোনা মাগো দাদা বলাইয়ের সনে ।।

বড় বড় রাখাল যারা বনে বসে থাকে তারা

আমায় করে জ্যান্তে মরা ধেনু ফিরানে।।

ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা ধেনু রাখার বল থাকেনা

বলাই দাদা বোল বুঝেনা কথা কয় হেনে।।

বনে যেয়ে রাখাল সবাই বলে এসো খেলি কানাই

হারিলে স্কন্ধে বলাই চড়ে তখনে।।

আজকের মতো তোরাই যারে আমি তো যাবোনা বনে

খেলবো খেলা আপন মনে লালন তাই ভণে।।