সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।

 

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।

যার যা ধর্ম সেই সে করে তোমার বলা অকারণ।।

কাঁটার মুখ কেউ চাঁছে না ময়ূর চিত্র কেউ করে না।

এমনি মতে সব ঘটনা যার যাতে আছে সৃজন।।

চিন্তামণি পদ্মিনী নারী এরাই পতিসেবার অধিকারী।

হস্তিনী শঙ্খিনী নারী তারা কর্কশ ভাষায় কয় বচন।।

শশক পুরুষ সত্যবাদী মৃগপুরুষ উর্ধ্ধভেদী।

অশ্ব বৃষ বেহুশ নিরবধি তাদের কুকর্মেতে সদাই মন।।

ধর্ম কর্ম আপনার মন করে ধর্ম সব মোমিনগণ।

লালন বলে ধর্মের করণ প্রাপ্তি হবে নিরঞ্জন।।

 

ডাঊনলোড