কবিয়াল বিজয় সরকার | স্বকণ্ঠে ১১টি গান।

কবিয়াল বিজয় সরকার | স্বকণ্ঠে ১১টি গান।

উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল মরমী গানের গীতিকার, সুরকার, গায়ক, চারণ কবি বিজয় সরকার ১৩০৯ বঙ্গাব্দের ৭ই ফাল্গুন, ১৯০৩ সালের ১৯শে ফেব্রয়ারি নড়াইল সদর উপজেলার পল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।
পিতার নাম নবকৃষ্ণ আধিকারী, মা হিমালয় দেবী। কৈশোরে তিনি কবি পুলিন বিহারী ও পঞ্চানন মজুমদারের সহচর্যে আসেন ও পাচালী গানের দীক্ষা পান এবং পরবর্তিতে পাচালী গানে খ্যতি অর্জন করেন।
বাংলা সাহিত্যের অন্যতম ধারা কবি গানের উৎকর্ষ সাধনে বিজয় সরকারের অবদান অসামান্য।


“এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে,
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে”

“তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা”

সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা কবিয়াল বিজয় সরকার।

স্থানীয় স্কুলে দশমশ্রেনী অবধি পড়েছেন। তারপর ঐ স্কুলেই পড়ান কিছুকাল। পরে স্থানীয় জমিদারীর কাচারিতে নায়েবের চাকরি নেন। অবসর সময়ে গান করতেন। ১৯২৯ সালে তিনি কবিগানের দল গঠন করেন। ১৯৩৫ সালে কলকাতার অ্যালবার্ট হলে বিজয় সরকারের গানের আসরে উপস্থিত ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসীমউদদীন, কবি গোলাম মোস্তফা, শিল্পী আব্বাস উদ্দিন, সাহিত্যিক হাবিবুল্লাহ বাহার, ধীরেন সেন প্রমুখ। তারা তার গান শুনে মুগ্ধ হন। ১৯৮৩ সালের ১৫ ফেব্রয়ারি কলকাতার ‘ভারতীয় ভাষা পরিষদ’ তাকে সংবর্ধিত করে। ফকির লালন শাহ্‌ এর “বাড়ির কাছে আরশি নগর” এবং জসীমউদ্দিনের “নকশী কাঁথার মাঠ” নিয়ে ও তিনি গান লিখেছেন।

প্রচারবিমুখ ও নিভৃতচারী এই সঙ্গীতসাধক মানুষের হৃদয়ের আকুতিকে চমৎকার সুরব্যঞ্জনায় ফুটিয়ে সবার অন্তরে ঠাঁই নিয়েছিলেন। তাঁর সমসাময়িক ছিলেন নড়াইলে প্রখ্যাত জারী গায়ক মোসলেম উদ্দিন বয়াতী। বিজয় ছিলেন আধ্যত্নিক চিন্তা-চেতনার প্রাণপুরুষ। যেকোনো ধর্মের প্রতিও সহনশীল। ১৯৮৫ সালের ২ ডিসেম্বর চারন কবিয়াল বিজয় সরকার কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। জীবদ্দশার শেষ দিকে এসে তিনি খুলনা বেতারের নিয়মিত গীতিকার, সুরকার ও শিল্পী ছিলেন।
জাতি ধর্ম বর্ণের উর্দ্ধে থেকে এই চারণ কবি প্রায় দুই হাজার বিজয়গীতি রচনা করেন। যার মধ্যে রয়েছে বিচ্ছেদিগান, শোকগীতি, আধ্যাতিক গান, দেশের গান, কীর্তন, ধর্মভক্তি, মরমী গান। বিশ্ববরেন্য চিত্রশিল্পী এস এম সুলতানের সঙ্গেও তার গভীর বন্ধুত্ব ছিল। সুলতান বার বার ছুটে যেতেন বিজয় সরকারের বাড়িতে ।

 

 

 

 

  • বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিজয় সরকারের উল্লেখযোগ্য কিছু গানঃ

 

   ■আর কি ফিরে পাবো।    ■কোন দেশে যাবো তোর লাগিয়া।  ■জানিতে চাই দয়াল তোমার আসল নাম।

   ■আমি যারে বাসি ভালো।ঝলকে পলক দিয়ে যায়।           ■জীবন নদীর নাইয়া।

   ■জনম গেল বিফলে।       ■কালার প্রেমে এত জ্বালা।           ■সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন।

   ■তুমি জানো নারে প্রিয়।   ■আমার কুড়ানো বকুল।             ■আপন ঘরে বেঁধেছে গোলমাল।

   ■গানের মালা গাঁথিয়া।     ■কোন দিনে খুলিবে নৌকা।         ■কত ভালো লাগে তোমারে।

   ■কৃষ্ণ বলিয়া ত্যাজিব।     ■কুল নাশিয়া চইলা গেল।           ■ওগো দেবতা ব্যাথাহারী মন।

   ■এমন পরবাসী হইয়া।     ■সাতটি বছর আগে আমার।        ■কি সাপে কামড়াইলো আমায়।

   ■সোনার ময়না পাখি।

 

 

 

 

বিজয় সরকারের স্বকণ্ঠে ১১টি গান

 

 

 

 

 

আসমান ফকির l ৭ই পৌষ, ঢাকা।

ashmanfokir@gmail.com

 


comments powered by Disqus