এ গোকুলে শ্যামের প্রেমে।

এ গোকুলে শ্যামের প্রেমে।

 এ গোকুলে শ্যামের প্রেমে
কেবা না মজেছে সখী।
কারো কথা কেউ বলে না
আমি একা হই  কলঙ্কী।।
 
অনেকে তো প্রেম করে
এমন দশা ঘটে কারে।
গঞ্জনা দেয় ঘরে পরে  
শ্যামের পদে দিয়ে আঁখি।।

তলে তলে তলগোজা খায়
লোকের কাছে সতী কওলায়।
এমন সৎ অনেক পাওয়া যায়
সদর যে হয় সেই পাতকী।।

অনুরাগী রসিক হলে
সে কি ডরায় কুল নাশিলে।
লালন বেড়ায় ফুচকি খেলে
ঘোমটা দিয়ে চায় আড়চোখি।।


চন্দনা মজুমদারঃ  


comments powered by Disqus