বেদে কি তার মর্ম জানে।

bede ki tar mormo jane, Manju Das, Lalon,


বেদে কি তার মর্ম জানে।

যেরূপ সাঁইয়ের লীলাখেলা

আছে এই দেহ-ভুবনে।।

 

পঞ্চতত্ত্ব বেদের বিচার

পন্ডিতেরা করেন প্রচার।

মানুষতত্ত্ব ভজনের সার

বেদ ছাড়া বৈরাগ্যের মানে।।

 

গোলে হরি বললে কি হয়

নিগূঢ়তত্ত্ব নিরালা পায়

নীরে ক্ষীরে যুগলে রয়

সাঁইয়ের বারামখানা সেইখানে।।

 

পড়িলে কি পায় পদার্থ

আত্মতত্ত্বে যারা ভ্রান্ত।

লালন বলে সাধু মহান্ত

সিদ্ধি হয় আপনারে চিনে।।


মঞ্জু দাসঃ