চিরদিন জল ছেঁচে মোর।

 
chirodin jol seche mor jol charena, lalon, lalongeeti, subhadra sharma, চ,
চিরদিন জল ছেঁচে মোর
জল ছাড়ে না এ ভাঙ্গা নায়।
এক মালা জল ছেঁচতে গেলে
 তিন মালা যোগায় তেতালায়।।

ছুতোর বেটার কারসাজিতে
জনম তরীর ছাদ মারা নয়।
তরীর আশেপাশে কাষ্ঠ সরল
মেজেল কাঠ গড়েছে তলায়।।

আগায় মোর মন সর্বক্ষণ
বসে বসে চোকম খেলায়।
আমার দশা তলা ফাঁসা
জল ছেঁচা সার গুদড়ী গলায়।।

মহাজনের অমূল্য ধন
মারা গেল ডাকনি জোলায়।
লালন বলে মোর কপালে
কি হবে নিকাশের বেলায়।।
 
সুভদ্রা শর্মাঃ