ধন্য ধন্য বলি তারে।

ধন্য ধন্য বলি তারে।

ধন্য ধন্য বলি তারে।
বেঁধেছে এমন ঘর

শূন্যের উপর পোস্তা করে।।


ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি।
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।

 
ঘরের মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।


ঘরের উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।

 

ফরিদা পারভীনঃ


comments powered by Disqus