গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা।

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা।

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা

হাপুড় হুপুড় ডুব পাড়িলে।

এবার মজা যাবে বুঝা

কার্তিকের উলানির কালে।।

 

কুঁতবি যখন কফের জ্বালায়

তাগা তাবিজ বাঁধবি গলায়।

তাতে কি রোগ হবে ভালাই

মস্তকের জল শুষ্ক হলে।।

 

বাই চালা দেয় ঘড়ি ঘড়ি

ডুব পারিস কেন তাড়াতাড়ি।

প্রবল হবে কফের নাড়ি

যাতে হানি জীবনমূলে।।

 

ক্ষান্ত দে রে ঝাঁপই খেলা

শান্ত হওরে ও মনভোলা।

এখনও আছে বেলা

লালন কয় দেখ চক্ষু মেলে।।

রব ফকিরঃ  ভারতী সরকারঃ


comments powered by Disqus