আমার ঘর খানায় কে বিরাজ করে।

আমার ঘর খানায় কে বিরাজ করে।

আমার ঘর খানায় কে বিরাজ করে।

জনম ভরে একদিনও তারে দেখলাম না রে।।

 

নড়েচড়ে ঈশানকোণে দেখতে পাইনে এই নয়নে।

হাতের কাছে যার ভবের হাট বাজার

ধরতে গেলে হাতে পাইনে তারে।।

 

সবে বলে প্রাণপাখি শুনে চুপে চেপে থাকি।

জল কি হুতাশন মাটি কি পবন

কেউ বলে না আমায় নির্ণয় করে।।

 

আপন ঘরের খবর হয়না

বাঞ্চা করি পরকে চেনা।

লালন বলে পর বলিতে পরমেশ্বর

সে কি রূপ আমি কি রূপ রে।।


গোলাপী ফকিরানীঃ  কিরণ চন্দ্র রায়ঃ    অমর পালঃ


comments powered by Disqus