মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।

ছাড় ফিকিরি করো ফকিরি দিন হলো আখেরি।।

 

খোদার তখত বান্দার দেল যথা
কোরানে বলেছেন আপে খোদ খোদায়।

আজাজিলের পর হলো খাতা না বুঝে দেল গভীরি।।

 

জানতে হয় সে দেলের চৌদ্দ ঘর
আঠারো মোকাম চারিতে বিচার।

লা মোকামে তাহার উপর
মাওলার নিজ আসন সেই পুরী।।

 

দেলদরিয়ায় ডুবারু যেজন হয়

আলখানার ভেধ সেহি জানতে পায়।

আলে আজব কাম (কল) দ্বিদলে বারাম
ফকির লালন খোঁজে বাহিরই।।



আবদুল করিম শাহ্:


comments powered by Disqus