মনেরে আর বুঝাই কিসে।

মনেরে আর বুঝাই কিসে।

মনেরে আর বুঝাই কিসে
ভবযাতনা আমার জ্ঞানচক্ষু আঁধার।
ঘিরিলোরে যেমন  রাহুতে এসে।।

যেমন বনে আগুন লাগে দেখে সর্বলোকে।
মন-আগুন কে দেখে মনকুঠো ফেঁসে।।

এ সংসারে বিধি বড় বল ধরে
কর্মফাঁসে বেন্ধে মারিল আমারে।
কারে শুধাই এসব কথা
কে ঘুচাবে ব্যথা।
মনাগুনে মন দগ্ধ হতেছে।।

ভবে আসা আমার মিথ্যা আসা হলো
অসার ভাবিয়া সকলই ফুরালো।
পূর্বে যে সুকৃতি ছিলো পেলাম তার ফল
আর না জানি কি হয় অবশেষে।।

গুনে আনি দেওয়া হয়ে যায়রে কুয়ো
তেমনি মতো আমার সকল কার্য ভুয়ো
লালন ফকির সদাই দিচ্ছে গুরুর দোহাই
আর যেন না আসি এমন দেশে।।

 

 

বাবর আলী-