না বুঝে মজো না পিরিতে।

না বুঝে মজো না পিরিতে।

 

না বুঝে মজো না পিরিতে।
বুঝে সুঝে করো পিরিত
শেষ ভালো দাঁড়ায় যাতে।।


ভবের পিরিত ভূতের কীর্তন
ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন।
অবশেষে হয় তার মরণ

তেমাথা পথে।।


পিরিতের যদি হয় বাসনা
সাধুর কাছে জান গে বেনা।
লোহা যেমন স্পর্শে সোনা

হবে সেইমতে।।


এক পিরিতের দ্বিভাব চলন
কেউ স্বর্গে কেউ নরকে গমন।
দেখে শুনে বলছে লালন

এই জগতে।।

 

 

 


দিল আফরোজ রেবাঃ      গৌর ক্ষ্যাপাঃ মালবিকা ব্রহ্মঃ


পাঠান্তর-

না বুঝে মজো না পিরিতে।

জেনে শুনে করবি পিরিত শেষ ভালো দাঁড়ায় যাতে।।

যদি পিরিত করতে হয় বাসনা তবে সাধুর কাছে জেনে লেনা।

যেমন লোহাতে পরশে সোনা সে মত হবে তোমাতে।।

এই ভবের পিরিত ভূতের কেত্তন একবার বিচ্ছেদ একবার মিলন।

আবার শেষ কালেতে হয় রে মরণ যেতে হয় তেমাথা পথে।।

এক পিরিতে বিভাগ চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন

শেষে তাই না ভেবে বলছে লালন ওরে কি বলে লা জগতে।।