নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে।

Nigur prem kothati tai aaj ami sudhai kar kache, profulla biswas, Forida parveen, shumi shobnom

 

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

শুধাই কার কাছে।

যে প্রেমেতে আল্লাহ নবি মেরাজ করেছে।।

 

মেরাজ সে ভাবেরই ভুবন

গুপ্ত ব্যক্ত আলাপ হয়রে দুইজন।

কে পুরুষ আকার কে প্রকৃতি তার

শাস্ত্রে প্রমাণ কি রেখেছে।।

 

কোন প্রেমের প্রেমিকা ফাতেমা

করেন সাঁই কে পতি ভজনা।

কোন প্রেমের দায় ফাতেমাকে সাঁই

মা বোল বলেছে।।

 

কোন প্রেমে গুরু হয় ভবতরী

কোন প্রেমে শিষ্য হয় কাণ্ডারি।

না জেনে লালন প্রেমের উদ্দীপন

পিরিত করে মিছে।। 

 

 

গান ডাউনলোড করতে শিল্পীর নামের উপর ক্লিক করুন।
প্রফুল্ল বিশ্বাস ফরিদা পারভীন সুমি শবনম    স্মৃতি