রাঙ্গা চরণ যেন ভুলিনে গুরু সুভাব দাও আমার মনে

রাঙ্গা চরণ যেন ভুলিনে গুরু সুভাব দাও আমার মনে

রাঙ্গা চরণ যেন ভুলিনে।
গুরু সুভাব দাও আমার মনে।।

 

তুমি নির্দয় যাহার প্রতি

সদাই ঘটে তার কুমতি।

তুমি মনরথের হংসরথি

যথা লও যাই সেখানে।।

 

তুমি মনের মন তরী

তুমি তন্ত্রের তন্ত্রী।

তুমি যন্ত্রের যন্ত্রী

না বাজাও বাজবে কেনে।।

 

আমার জন্ম অন্ধ মন নয়ন

তুমি বৈদ্য সচেতন।

চরণ দেখবো আশায় কয় লালন
জ্ঞানঅঞ্জন দাও মোর নয়নে।।

 

 

 


comments powered by Disqus