সাঁই আমার কখন খেলে কোন খেলা।

সাঁই আমার কখন খেলে কোন খেলা।

সাঁই আমার কখন খেলে কোন খেলা
জীবের কি সাধ্য আছে

গুণে পড়ে তাই বলা।।


কখনো ধরে আকার কখনো হয় নিরাকার
কেউ বলে আকার সাকার

অপার ভেবে হই ঘোলা।।


অবতার অবতারী সবই সম্ভব তারই।
দেখ জগৎ ভরি এক চাঁদে হয় উজলা।।


ভাণ্ড ব্রহ্মাণ্ড মাঝে

সাঁই বিনে কি খেল আছে
ফকির লালন কয় নাম ধরে সে

কৃষ্ণ করিম কালা।।

 



মকছেদ আলী সাঁইঃ   অরুন্ধতী হোম চৌধুরীঃ