সমুদ্রের কিনারে থেকে।

shomudrer kinare theke, jol bine chatoki morlo, Lalon, lalan fakir, Durga, Anwar Baul

সমুদ্রের কিনারে থেকে

জল বিনে চাতকী ম’লো।

হায়রে বিধি ওরে বিধি

তোর মনে কি ইহাই ছিলো।।

 

নবঘন বিনে বারি

খায় না চাতক অন্য বারি।

চাতকের প্রতিজ্ঞা ভারি

যায় যাবে প্রাণ সেও ভালো।।

 

চাতক থাকে মেঘের আশে

মেঘ বরিষণ অন্য দেশে।

বলো চাতক বাঁচে কিসে

ওষ্ঠাগত প্রাণ আকুল।।

 

লালন ফকির বলে রে মন

হলো না মোর ভজন সাধন।

ভুলে সিরাজ সাঁইজীর চরণ

মানব জনম বৃথা গেল।।


দুর্গাঃ  আনোয়ার বাউলঃ


comments powered by Disqus