সোনার মানুষ ভাসছে রসে

সোনার মানুষ ভাসছে রসে

সোনার মানুষ ভাসছে রসে

যে জেনেছে রসপন্থি সে

দেখিতে পায় অনায়াসে।।

 

তিনশো ষাট রসের নদী

বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেধী।

তার মাঝে রূপ নিরবধি

ঝলক দিচ্ছে এই মানুষে।।

 

মাতা পিতার নাই ঠিকানা

অচিন দেশে বসত খানা।

আজগুবি তার আওনা যাওনা

কারণবারির যোগ বিশেষে।।

 

অমাবস্যায় চন্দ্র উদয়

দেখতে যার বাসনা হৃদয়।

লালন বলে থেকো সদাই

ত্রিবেনীর ঘাটে বসে।।

 

 

সঞ্জিত মন্ডলঃ আনুশেহ আনাদিলঃ  রণজিৎ গোসাইঃ


comments powered by Disqus