ভজরে জেনে শুনে।

ভজরে জেনে শুনে।

ভজরে জেনে শুনে
নবী কলমা কলেন্দা আলী হালদাতা
ফাতেমা দাতা কি ধন দানে।।

নিলে ফতেমার স্মরণ ফতেহ্ হয় করণ
আছে ফরমান সাঁইর জবানে।।

সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই
যুগে যুগে মাতা হন যোগেশ্বরী।
সুযোগ না বুঝে কুযোগে মজে
এ জীব মারা গেল ঘোর তুফানে।।

 

শুনেছি মা তুমি অবিম্বধারী
বেদান্তের উপরে গম্ভু তাহারি।
তারে চেনা হলো ভার ওরে মন আমার
ভুলে রইলি ভবের ভাব-ভূষণে।।

 

 

সাড়ে সাত পান্তি পথের দাঁড়া

আদ্য পান্তি তার আদ্য মূলগোড়া।

সিরাজ সাঁইর চরণ ভুলে রে লালন
অঘাটাতে মারা যাচ্ছ কেনে।।


গোলাপী ফকিরানীঃ

 


comments powered by Disqus